এপি প্রধান বললেন, “অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গেছি”

গাজায় আল-জাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি ভবন ইসরায়েলি বাহিনী ধ্বংস করে দিয়েছে।

আজ শনিবার (১৫ মে) ভবনটি খালি করতে এক ঘণ্টা বেধে দেওয়া সময়ের মধ্যেই সেটি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি প্রুইট বলেন, সংস্থাটির সবকর্মী ও ফ্রিল্যান্সারদের নিরাপদে ভবন থেকে বের করে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, আমরা খুবই ব্যথিত ও আতঙ্কিত যে ইসরায়েলি সামরিক বাহিনী এপি ব্যুরো এবং অন্যান্য সংবাদমাধ্যমের ব্যবহৃত একটি ভবন হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে। এটি অবিশ্বাস্য বিরক্তিকর পরিস্থিতি। অল্পের জন্য আমরা প্রাণে রক্ষা পেয়েছি। এতে গাজায় এখন কী ঘটছে, তা নিয়ে বিশ্ববাসী খুব কমই জানতে পারবেন।

কী ঘটেছিল, সে সম্পর্কে ইসরায়েলি সরকার থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে এপি। এ ছাড়া যা ঘটেছিল, সে সম্পর্কে আরও জানতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক অলাভজনক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস ১৮৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইংরেজি, স্পেনিশ ও আরবি ভাষায় এটি খবর প্রকাশ করে আসছে।

সংবাদ সূত্রঃ আল-জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস