ভারত জাতিসংঘে ইসরাইলের পক্ষে সরব হয়েছে

নিরীহ ফিলিস্তিনিদের ওপর টানা ১১ দিন বোমাবর্ষণের মাধ্যমে দুই শতাধিক মানুষকে হত্যা করা ইসরাইলের পক্ষে ভারত সরব হয়েছে জাতিসংঘে। ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ না জানিয়ে উল্টো ফিলিস্তিনি প্রতিরোধযোদ্ধাদের পাল্টা রকেট ছোড়ার নিন্দা জানিয়েছে দেশটি।

গত ১০ মে ইসরাইল প্রথমে গাজায় বিমান হামলা চালালেও জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি দাবি করেছেন, ফিলিস্তিনিরাই ইসরাইলিদের দিকে আগে রকেট হামলা চালিয়েছে।

তিনি বলেছেন, আমরা গাজা থেকে ইসরাইলে লাগাতার রকেট হামলার নিন্দা জানাই। এর ফলে বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ইসরাইলের পাল্টা বিমান হামলায়ও প্রাণ গেছে অনেকের, সম্পত্তি নষ্ট হয়েছে।

গত ১১ দিনে গাজায় অনবরত বিমান হামলা চালিয়ে অন্তত ২৩২ জনকে হত্যা করেছে ইসরাইলি দখলদার বাহিনী। এর মধ্যে ৬৫ নিষ্পাপ শিশুও রয়েছে। হানাদাররা গুঁড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিদের মসজিদ, মিডিয়া হাউস, প্রধান রাস্তাঘাটসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা।

জবাবে ইসরাইলের দিকে কয়েক হাজার রকেট ছুড়েছে হামাসসহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। এতে প্রাণ গেছে ১২ জনের, যার মধ্যে এক ভারতীয় নারীও রয়েছেন।

টি এস তিরুমূর্তি জাতিসংঘে বলেছেন, এই সংঘাতে এক ভারতীয়সহ নিরীহ মানুষদের মৃত্যুতে আমরা গভীর দুঃখপ্রকাশ করছি। আমরা হিংসা, ধ্বংস ও উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

এই রক্তক্ষয়ী লড়াই থামাতে যুদ্ধবিরতির গুরুত্ব তুলে ধরে ভারতীয় দূত বলেন, বর্তমান ঘটনাবলী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্রুত আলোচনার প্রয়োজনীয়তাকে আরও গভীরভাবে তুলে ধরেছে। আমরা বিশ্বাস করি, দুই পক্ষের মধ্যে সরাসরি শান্তি আলোচনার জন্য সবধরনের চেষ্টা করা উচিত।

এদিকে, আন্তর্জাতিক চাপের মুখে বৃহস্পতিবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও হামাস। বাংলাদেশ সময় শুক্রবার ভোর থেকে সেখানে আর কোনো হামলা-সহিংসতার খবর পাওয়া যায়নি।