প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমাতে দাম দ্বিগুণ করল যুক্তরাজ্য

প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমাতে যুক্তরাজ্য নিয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। ব্রিটিশ সুপারমার্কেটগুলোয় একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগগুলোর দাম ৫ পেনি থেকে বাড়িয়ে ১০ পেনি করা হয়েছে। শুক্রবার থেকে এ নিয়ম কার্যকর হয়েছে ছোট কিংবা বড় প্রত্যেকটি দোকানেই। এর আগে দামের ক্ষেত্রে ছোট বিক্রেতাদের ছাড় দেয়া হয়েছিল।

২০১৫ সালেই ব্যাগগুলোর দাম ৫ পেনি করা হয়েছিল। তখন থেকেই দেশটিতে পলিথিনের ব্যবহার ৯৫ শতাংশেরও বেশি কমে গেছে। পরিবেশবাদী সংগঠনগুলো এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তবে প্লাস্টিকের ব্যবহার রোধে তারা সরকারকে আরো বেশি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। বর্তমানে ইংল্যান্ডের প্রত্যেক ব্যক্তি প্রধান সুপারমার্কেটগুলো থেকে বছরে গড়ে মাত্র চারটি একক ব্যবহারযোগ্য ব্যাগ কেনেন। ২০১৪ সালেও এ ব্যাগ কেনার হার ছিল ১৪০টি। সরকার আশা করছে, ছোট ও মাঝারি ব্যবসাগুলোয় একক ব্যবহারযোগ্য ব্যাগের ব্যবহার ৭০ থেকে ৮০ শতাংশ কমে যাবে।

সংবাদ সূত্রঃ বিবিসি

Scroll to Top