মালয়েশিয়ায় কেএলসিসির কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ২১৩

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে মালয়েশিয়ায়। এতে ট্রেনের ২১৩ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর হয়েছেন ৪৭ জন। গতকাল সোমবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে দেশটির কেএলসিসি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী দাতুক সেরি ওয়ে কা সিওং’র বরাতে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম মালয় মেইল ও বার্নামা’র প্রতিবেদনে বলা হয়, ‘কেএলসিসি স্টেশনের কাছে দুটি এলআরটি কেলানা জয়া লাইন ট্রেনের সংঘর্ষ হয়। একটি ট্রেনে ২৩২ যাত্রী ছিলেন। অপর ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। ওই ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালছিল।’

দুটি ট্রেনই ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে চলছিল বলে জানিয়েছেন দেশটির জেলা পুলিশের এক কর্মকর্তা। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় আহতদের সবাইকে কুয়ালামপুর হাসাপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

সংবাদ সূত্রঃ মালয় মেইল ও বার্নামা

Scroll to Top