মালির ভাইস প্রেসিডেন্ট দখলে নিলেন দেশটির ক্ষমতা

পশ্চিম আফ্রিকার দেশ মালির ভাইস প্রেসিডেন্ট কর্নেল অসীম গোয়েতা দেশটির ক্ষমতা দখলে নিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব উঠে এসেছে।

ক্ষমতা দখলের আগে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে গ্রেফতার করেন কর্নেল অসীম গোয়েতা। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী চুক্তি অনুযায়ী সরকার গঠনে ব্যর্থ হওয়ায় তিনি এই ব্যবস্থা নিয়েছেন।

জানা যায়, মালির প্রেসিডেন্ট বাহ নদা, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করা হয়। অবশ্য এর পরপরই তাদের দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এক টুইট বার্তায় সংস্থাটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয় দফায় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভ্যুত্থান হয়েছে। আর এর নেতৃত্ব দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট অসীম গোয়েতা।

সংবাদ সূত্রঃ আল জাজিরা