এবার হামাসের ভয়ে প্যারেড বাতিল করলো ইসরায়েল

আরব রাষ্ট্র ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকির মুখে প্যারেড বাতিল করেছে ইসরায়েল। পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে ওই বিতর্কিত প্যারেড অনুষ্ঠানের আয়োজন করেছিল ইসরায়েলের উগ্র-ডানপন্থি গোষ্ঠী।

জানা গেছে, উগ্র ডানপন্থিরা আগামী বৃহস্পতিবার কথিত পাতাকা মিছিল বের করার পরিকল্পনা করেছিল। তবে গতকাল সোমবার ইসরায়েলি পুলিশ হামাসের হামলার ভয়ে তা বাতিল করতে বাধ্য হয়েছে।

এর আগে হামাসের অন্যতম শীর্ষ নেতা খলিল হাইয়্যা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, পবিত্র আল-কুদস শহরে এ ধরনের পাতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরুর কারণ হবে। এই হুমকির পরেই ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ পতাকা মিছিল করার অনুমতি না দেওয়ার কথা জানান।

Scroll to Top