অপরিশোধিত তেলের দাম ব্যারল প্রতি ৭ বছরে সর্বোচ্চ

আবারও বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম, ছুঁয়েছে নতুন মাইলফলক। এই প্রথম অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছুঁয়েছে। যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার (২৬ জানুয়ারি) দিনশেষে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৯৬ ডলারে স্থির ছিল। এদিন ব্রেন্টের দাম বেড়েছে ২ শতাংশ বা ১ দশমিক ৭৬ ডলার।

সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই) ২ শতাংশ দাম বেড়েছে। ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৭৫ ডলার বেড়ে প্রতি ব্যারেল ৮৭ দশমিক ৩৫ ডলারে বিক্রি হয়েছে।

বিশ্লেষকদের দাবি, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় বাড়ছে তেলের দাম।

ভূরাজনৈতিক উত্তেজনায় আগে থেকেই সংকটে থাকা জ্বালানি বাজারে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। মাসিক তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে ওপেক প্লাস।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ১০০ ডলারে বিক্রি হয়েছিল। এর আগের দুই বছর ব্যারেলপ্রতি গড় দাম ছিল ১১০ ডলার।

সংবাদ সূত্রঃ আল জাজিরা

Scroll to Top