ইউক্রেনকে যুক্তরাজ্য ১২০ সাঁজোয়া যান দেবে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বৈঠক করেছেন। কিয়েভে গতকাল শনিবার দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানাতেই ‘বন্ধু’ জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে কিয়েভে গেছেন জনসন।

বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানায়, সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে ১২০টি সাঁজোয়া যান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে যুক্তরাজ্য।

বৈঠকের ব্যাপারে জেলেনস্কি প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইউক্রেনকে সমর্থন ও সহযোগিতা করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রিটিশ সরকারের প্রশংসা করেছেন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানাতেই জেলেনস্কির সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করতে কিয়েভে গিয়েছিলেন জনসন।’

সংবাদ সূত্রঃ বিবিসি

Scroll to Top