যান্ত্রিক ত্রুটিতে ভারতীয় উড়োজাহাজের করাচিতে জরুরি অবতরণ

পাকিস্তানের করাচিতে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে ইন্ডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে ভারতের হায়দরাবাদগামী এ উড়োজাহাজ অবতরণ করে করাচিতে।

ভারতভিত্তিক সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে আজ রোববার জানায়, পাইলটের সর্তকতায় অবতরণ করা উড়োজাহাজটির সব যাত্রীরা নিরাপদ রয়েছে। তবে উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

উড়োজাহাজটি হায়দরাবাদের উদ্দেশ্যে শারজাহ থেকে শনিবার রাত ১১টায় ছেড়ে আসে। পরে রোববার মধ্যরাত দুইটা ১৫ মিনিটে করাচিতে অবতরণ করে। অতিরিক্ত আরেকটি ফ্লাইটের মাধ্যেমে যাত্রীদের করাচি থেকে হায়দরাবাদে নিয়ে আসার ব্যবস্থা চলছে। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে করাচিতে অবতরণ করা ভারতের দ্বিতীয় ফ্লাইট এটি।

চলতি মাসের ৫ জুলাই দিল্লী থেকে দুবাইগামী স্পাইসজেটের একটি উড়োজাহাজ পাকিস্তানের করাচিতে অবতরণ করে। উড়োজাহাজটির ককপিটে জ্বালানি ত্রুটির কারণে তখন এ অবতরণ করে। পরে উড়োজাহাজটির ১৩৮জন যাত্রীকে অন্য আরেকেটি উড়োজাহাজে দুবাই পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

সংবাদ সূত্রঃ এনডিটিভি