ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার ১১ সেট গোপন নথি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের ১১ সেট গোপন নথিপত্র। এসব নথি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তল্লাশিতে উদ্ধার হয়।

গতকাল শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এফবিআই।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে ২০ বাক্স কাগজপত্র, অসংখ্য ছবি ও হাতে লেখা নোটসহ মোট ৩০ ধরনের নথি সংগ্রহ করেছেন এফবিআই এজেন্টরা। গত সপ্তাহে ট্রাম্পের বিলাসবহুল বাড়ি ‘মার-আ-লাগো’তে চালানো অভিযানে উদ্ধার কাগজপত্রের কয়েকটি চিহ্নিত করা ছিল ‘টপ সিক্রেট’ হিসেবে।

অভিযানের চারদিন পর গতকাল শুক্রবার প্রকাশ করা হয়েছে ফেডারেল আদালতের ওয়ারেন্টের ছবি। জানানো হয়, গুপ্তচরবৃত্তি ও আইন লঙ্ঘনের দায়ে ট্রাম্পের বাড়িতে তল্লাশির অনুমতি দেন বিচারক।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যেকোনো নথি, ইমেইল জমা দেওয়ার কথা ন্যাশনাল আর্কাইভসে। তবে ক্ষমতায় থাকার সময় হোয়াইট হাউস থেকে বহু গোপন নথি সরিয়েছেন ট্রাম্প, উঠেছে এমন অভিযোগ। আর এমন অভিযোগের ভিত্তিতেই ট্রাম্পের বাড়িতে অভিযান চালিয়েছে এফবিআই।

সংবাদ সূত্রঃ দ্য গার্ডিয়ান