থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ১৭ স্থানে একযোগে বিস্ফোরণ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে ১৭টি স্থানে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনো গোষ্ঠী সমন্বিত হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার মধ্যরাতের পর এসব বিস্ফোরণ ঘটে।

থাই পুলিশ এবং সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বুধবার মধ্যরাতের পর বোমা এবং আগুন হামলার ঘটনা ঘটে। তিনটি প্রদেশজুড়ে বিভিন্ন ধরনের দোকানপাট এবং একটি গ্যাস স্টেশনকে লক্ষ্যবস্ত করে চালানো এসব হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। তবে মালয়েশিয়ার সীমান্তবর্তী থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি প্রদেশে দশকের পর দশক ধরে বিদ্রোহীরা তৎপরতা রয়েছে। পাত্তানি, ইয়ালা, নারাথিওয়াত এবং সংখলা প্রদেশের কিছু অংশে মুসলিম অধ্যুষিত অঞ্চলে স্বাধীন রাষ্ট্রের দাবিতে বিদ্রোহীরা লড়াই করে আসছে।

সংবাদ সূত্রঃ আল জাজিরা