হিমালয়ে বরফধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

হিমালয় পর্বতে বরফধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আজ বুধবার (৫ অক্টোবর) পর্যন্ত জীবিত ৮ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ১১ জন। এই তথ্য সিবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তাছাড়া এনডিআরএফ, এসডিআরএফ এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ তল্লাশি চালাচ্ছে।

তথ্য অনুসারে, মঙ্গলবার ৩৪ জন পর্বতারোহীর একটি দল দুর্ঘটনায় পড়েন। ১৬ হাজার ফুট উচ্চতায় সকাল ৯টা নাগাদ তাদের ওপর ভারি বরফ গড়িয়ে পড়ে। এ সময় বিপদে পড়ার সংকেত পাঠালে দ্রুত উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু ততোক্ষণে প্রাণহানির ঘটনা ঘটে গেছে।

আহতদের রাজধানী দেরাদুনের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দলটির সবাই উত্তরকাশি এলাকার ‘নেহরু মাউন্টেইনারিং ইনস্টিটিউট’র সদস্য।

সংবাদ সূত্রঃ সিবিসি নিউজ