রাশিয়ার কয়েকটি বিমানঘাঁটিতে বিস্ফোরণে অন্ততঃ ৩জন নিহত

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুইটি সামরিক বাহিনীর বিমানঘাঁটিতে বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। রাশিয়ার সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এই দুইটি জায়গাই ইউক্রেনের সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত। কিভাবে এ বিস্ফোরণ হলো তার বিস্তারিত খুব বেশি জানা যায়নি, তবে প্রেসিডেন্ট পুতিনকে এ বিষয়ে জানানো হয়েছে।

মস্কোর দক্ষিণ পূর্বে রায়াজান শহরের কাছের একটি এয়ারফিল্ডে একটি তেলের ট্যাংকার বিস্ফোরিত হলে দুই, তিনজন নিহত এবং ৬ জন আহত হয় বলে সরকারি মিডিয়া জানিয়েছে।

অন্য আরেকটি বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। এই বিস্ফোরণটি হয় সারাতোভ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে। যেখানে রাশিয়ার দীর্ঘ পাল্লার বোমারু বিমান রাখা হয়। একটি রুশ খবরে জানানো হয়েছে, ওই অঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে একটি ড্রোন এসে পড়ে এবং তাতে দুইটি \’টিইউ-৯৫\’ বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনীয় কর্মকর্তারা এসব ঘটনার ব্যাপারে কোন দাবি করেননি। এরআগে রুশ-অধিকৃত ক্রিমিয়ার ভেতরে কিছু ঘাঁটিতে ইউক্রেন আক্রমণ চালিয়েছে।

সংবাদ সূত্রঃ বিবিসি

Scroll to Top