পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪৪ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের লাসবেলায় একটি গিরিখাতে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। রবিবার (২৯ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এ তথ্য পাকিস্তানের সংবাদমাধ্যম দ্যা ডন ও জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

লাসবেলার সহকারী কমিশনার হামজা আনজুম নাদিম বলেন, ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েট্টা থেকে করাচি যাচ্ছিল। লাসবেলায় পৌঁছে অতিরিক্ত গতির কারণে মোড় নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেতুর একটি পিলারে ধাক্কা খায় বাসটি। এ সময় বাসটি একটি গিরিখাতে পড়ে যায় এবং এতে আগুন লাগে।

তিনি আরও বলেন, সেখান থেকে একটি শিশু, এক নারী ও তিনজন পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তাদের একজন মারা যান। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার পরপরই সেখানে দমকল বাহিনী, উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধারকাজ চালান।

নাদিম বলেন, ভোরের অন্ধকার ও শীতের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। তবে ঘটনাস্থল থেকে সব মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। আহতদের লাসবেলা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে মানসেহরার বাতরাসি এলাকায় গিরিখাতে বাস পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছিল।

সংবাদ সূত্রঃ দ্যা ডন / জিও নিউজ

Scroll to Top