ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানা বিস্ফোরণে নিহত ২৭

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে অবস্থিত একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।চীনের বার্তা সংস্থা শিনহুয়া এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার তানগেরাং এলাকায় অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এই ঘটনায় আরো অন্তত ৪৩ জন আহত হয়েছেন।

স্থানীয় কমপাস টিভিকে জাকার্তা পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে শতাধিক কর্মী কাজ করছিল। তাদের মধ্যে গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ভেতরে এখনও উদ্ধার কাজ চলছে। তবে নিহতদের শরীর এতটাই পুড়ে গেছে যে ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয়।

অগ্নিকাণ্ডের সময় ভবনের একাংশ ধসে পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দি ডেইলি মেইল। স্থানীয় মেট্রো টিভিতে প্রচারিত ভিডিওতে এখনও তানগেরাং এলাকার কারখানা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে