মধ্য আফ্রিকায় সোনার খনিতে বন্দুকধারীর গুলিতে ৯ জন চীনা নিহত

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে একটি সোনার খনিতে বন্দুকধারীর গুলিতে ৯ জন চীনা নাগরিক নিহত এবং আরও ২ জন আহত হন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার ১৯ মার্চ, এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় মেয়র আবেল মাচিপাতা জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৫টার দিকে বামবারির কাছে সশস্ত্র ব্যক্তিরা এই হামলা চালিয়েছে। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা ৯ জনের মরদেহ দেখতে পেয়েছি। এছাড়া ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

নিহতরা বামবারি শহর থেকে ২৫ কিলোমিটার দূরে গোল্ড কোস্ট গ্রুপ দ্বারা পরিচালিত একটি সোনার খনির চীনা শ্রমিক ছিলেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ হামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি। এছাড়া কোনো গোষ্ঠী এই হামলার দায়ও স্বীকার করেনি।

তবে দেশটির প্রেসিডেন্ট ফাস্টিন আর্চেঞ্জ তোয়াদেরাকে উৎখাত করার জন্য ২০২০ সালের ডিসেম্বর গঠিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি জোট, প্যাট্রিয়টস ফর চেঞ্জ (সিপিসি) হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তারা রোববার প্রকাশিত এক বিবৃতিতে, এই হামলার জন্য রাশিয়ার ভাড়াটে সেনাদের গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে দায়ী করেছে।

সংবাদ সূত্রঃ এএফপি