গণধর্ষণে রক্তক্ষরণ; ছাত্রীর মৃত্যু

পাঞ্জাবের ফাজিলকায় স্কুলে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়েছে এক স্কুল ছাত্রী। তাকে ধর্ষণের পর জঞ্জালে ফেলে গিয়েছিল তারই তিন সহপাঠী। কিন্তু, পারিবারিক সম্মান আর চক্ষুলজ্জার ভয়ে বিষয়টি পুলিশকে জানাননি ছাত্রীর পরিবার। এমনকি, কিশোরীর চিকিৎসাও করানো হয়নি। ফলে, বিনা চিকিৎসায় মারাত্মক রক্তপাতের জেরে মৃত্যু হল তার।

আনন্দবাজারের সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর গণধর্ষণের শিকার হয় ১৭ বছরের ওই পড়ুয়া। নিজেদের সম্মানের কথা ভেবে বিষয়টি চেপে যায় পরিবারটি। কিন্তু, ক্রমেই অসুস্থ হয়ে পড়ে সে। রবিবার রাতে মারাত্মক রক্তপাতের কারণে মৃত্যু হয়।

মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পরই জালালাবাদের ডিএসপি অমরজিৎ সিংহ  ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গ্রামটি অত্যন্ত পিছিয়ে থাকা। ঘটনার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে মেয়েটিকে বাঁচানো সম্ভব হত। ডিএসপি জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশ তদন্ত করছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময় : ১২৫৯ ঘণ্টা, ৩১ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ