ইরানে মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন, নিহত অন্তত ৩২

ইরানের উত্তরাঞ্চলীয় একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উত্তরাঞ্চলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে আজ বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।

বিচার বিভাগের ‘মিজান অনলাইন নিউজ’ ওয়েবসাইট প্রাদেশিক প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘির উদ্ধৃতি দিয়ে বলেছে, তেহরানের উত্তরে গিলান প্রদেশের নগরী ল্যাঙ্গারদ-এর একটি মাদক পুনর্বাসন শিবিরে আগুন লাগলে হতাহতের এ ঘটনা ঘটে।

অনলাইনটি আরও জানায়, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ১৭ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

তবে কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার না হলেও প্রাদেশিক প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি জানিয়েছেন, রিপোর্টের ভিত্তিতে ‘তদন্ত চলছে’। ওই কেন্দ্রে ৪০ জন লোক থাকার মতো ব্যবস্থা ছিলো।

Scroll to Top