যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান পোপ ফ্রান্সিসের

ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, বুধবার (২৯ নভেম্বর) তার অনুসারীদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সময় এ আহ্বান জানান পোপ ফ্রান্সিস। তিনি বলেন, আমি আশা করি গাজায় যুদ্ধবিরতি অব্যাহত থাকা প্রয়োজন। এতে দুই পক্ষের হাতে থাকা সব জিম্মি মুক্তি পাবে। গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশ করতে পারে। এ সময় বিশ্বের সবাইকে ফিলিস্তিনে ও ইসরায়েলের গুরুতর পরিস্থিতির জন্য প্রার্থনা করারও আহ্বান জানান পোপ। তিনি বলেন, শান্তি, দয়া করে শান্তি প্রয়োজন।

গাজায় দুই পক্ষের যুদ্ধ শুরুর পর থেকে অঞ্চলগুলোয় শান্তির আহ্বান জানিয়ে আসছিলেন পোপ। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর তিনি এ পদক্ষেপকে স্বাগত জানান। তারও আগে ইসরায়েলি আগ্রাসন শুরু হলে গাজায় অবরুদ্ধ বাসিন্দাদের সহায়তার জন্য মানবিক করিডোর চালুর আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু। সে সময় তিনি হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তি আবেদনও করেন। পোপ ফ্রান্সিস সে সময় বলেন, বহু মানুষ মারা গেছে। দয়া করে পবিত্র ভূমি বা ইউক্রেন বা অন্য কোথাও আর রক্তপাত ঘটাবেন না। যথেষ্ট হয়েছে। যুদ্ধ সবসময়ই পরাজিত হয়, সবসময়।

Scroll to Top