বিশ্বের শীর্ষ ধনী আমিরাতের আল নাহিয়ান পরিবার

বিশ্বে শীর্ষ ধনী পরিবারের তালিকায় ১ম স্থানে আছে আরব আমিরাতের আল নাহিয়ান পরিবার। ব্লুমবার্গের প্রকাশিত এ তালিকায় ওয়ালমার্টের মালিকানাধীন পরিবার ওয়ালটনকে পেছনে ফেলে এ তালিকায় শীর্ষে উঠে আসল পরিবারটি।

তালিকা অনুসারে আল নাহিয়ান পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৩০৫ বিলিয়ন মার্কিন ডলার। আর দ্বিতীয় অবস্থানে থাকা ওয়ালটন পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫৯ বিলিয়ন।

১৯৭১ সালে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তাদের সম্পদের পরিমাণ বাড়তে থাকে। ২০২২ সালে শেখ মোহাম্মদ বিন জায়েদ আরব আমিরাতের তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হয়। গত ৪ বছরে তাদের কোম্পানিগুলোর স্টক প্রায় ৭ হাজার গুণ বৃদ্ধি পেয়েছে।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্সের হারমেস পরিবার। আর চতুর্থ অবস্থানে রয়েছে মার্কিন কনফেকশনারি ও পেট কেয়ারের ব্যবসা করা যুক্তরাষ্ট্রের মার্স পরিবার। কাতারের রয়েল পরিবার আল থানি পরিবার আছেন তালিকায় পঞ্চম অবস্থানে। তাদের মোট সম্পদের পরিমাণ ১৩৩ বিলিয়ন ডলার। আট প্রজন্ম ধরে চলছে তাদের ব্যবসায়িক কার্যক্রম।

বিশ্বজুড়ে আলোচিত সৌদি রাজ পরিবার আল সৌদ আছে তালিকার সপ্তমে। তাদের সম্পদের পরিমাণ ১১২ বিলিয়ন ডলার। মূলত দেশটির পেট্রোলিয়াম ব্যবসাই পরিবারটির সম্পদের মূল সূত্র।

এদিকে ভারতের আম্বানি পরিবার আছেন তালিকার ৮ম স্থানে। ভারতের শীর্ষ ধনী আম্বানি পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ৯০ বিলিয়ন ডলার। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন বহুজাতিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিসহ আরও কিছু কোম্পানির মালিক আম্বানি পরিবার। তিনি যে বাড়িতে থাকেন সেটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ি বলা হয়।

গণমাধ্যম ব্যবসার সম্পৃক্ত সংবাদ মাধ্যম রয়টার্সের মালিক বহুল পরিচিত থমসন রয়টার্স কোম্পানির মালিক থমসন পরিবার। পরিবারটির মোট সম্পদের পরিমাণ ৭১ বিলিয়ন মার্কিন ডলার। টরোন্টোভিত্তিক কোম্পানিটি গত বছর ৬ বিলিয়ন ডলার আয় করেছে।

আর বিশ্ব খ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি বিএমডব্লিউ এর মালিক জার্মানভিত্তিক কোয়ান্ডটি পরিবার আছেন তালিকার চতুর্দশ স্থানে। এছাড়াও যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, ইন্দোনেশিয়া, হংকং সহ আরও বেশ কিছু দেশের ধনাঢ্য পরিবারগুলোর সম্পদের পরিমাণের উপর নির্ভর করে এ তালিকা তৈরি করা হয়েছে।

Scroll to Top