এবার আরব সাগরের ভারতীয় উপকূলে জাহাজে ড্রোন হামলা

ভারতের গুজরাট উপকূলের কাছাকাছি ভারত মহাসাগরে একটি রাসায়নিকবাহী বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, ইরান থেকে এই হামলা চালানো হয়।

গত শনিবার ভারতের গুজরাট রাজ্যের ভেরাভাল থেকে ২০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে। জাহাজটির নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে বলছে, লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজটি ইসরাইল অধিভুক্ত। জাহাজটি সৌদি আরব থেকে ভারতে যাচ্ছিল৷

দু\’টি সামুদ্রিক সংস্থার বরাতে টাইমস অব ইসরাইল বলছে, জাহাজটি ইসরাইলের সাথে যুক্ত। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা সংগঠন।

ইসরাইলি ক্ষেপণাস্ত্রেই বিনাশ পাঁচ ট্যাংক, নিহত বহু সেনাইসরাইলি ক্ষেপণাস্ত্রেই বিনাশ পাঁচ ট্যাংক, নিহত বহু সেনা।

ব্রিটিশ সামরিক বাহিনী ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, হামলার ফলে জাহাজের কিছু অংশে আগুন ধরে যায়। তবে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ দাবি করেছে, এই হামলার সাথে ইরান জড়িত। যদিও তথ্যটি নিশ্চিত নয়।

Scroll to Top