প্রাণের ভয়ে পদত্যাগ লেবানন প্রধানমন্ত্রীর

লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগ করেছেন। এর কারণ হিসেবে মৃত্যুর ভয়ের কথা জানিয়েছেন। আজ শনিবার রাজধানী বৈরুত থেকে প্রচারিত টেলিভিশনে দেওয়া ভাষণে এ কথা জানান হারিরি।

হারিরির বাবা সাবেক প্রধানমন্ত্রী রফিক আল-হারিরি ২০০৫ সালে আততায়ীর হামলায় নিহত হন।

পদত্যাগের ঘোষণা দিয়ে সাদ আল-হারিরি বলেন, লেবাননসহ বিভিন্ন দেশে ভয় ও ধ্বংসের বীজ বুনে দিয়েছে ইরান।

গত বছর নভেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাদ আল-হারিরি। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।

হারিরি বলেন, ‘শহীদ রফিক আল-হারিরি হত্যার আগে যে পরিবেশ ছিল এখন আমরা একই পরিবেশে বসবাস করছি।’

হারিরি ইরান সমর্থিত শিয়া মতাবলম্বী সংগঠন হেজবুল্লাহর সমালোচনা করেন। তিনি গত বছর সৌদি আরবসহ বিভিন্ন দেশ সফর করেন।

গত বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর হারিরি অঙ্গীকার করেন, নতুন যুগ আসবে লেবাননে। এর আগে দুই বছরব্যাপী দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল।

হারিরির পদত্যাগকে বড় ধরনের বিস্ময় হিসেবে দেখা যাচ্ছে। এর ফলে লেবানন নতুন করে অনিশ্চয়তার মধ্যে পড়ল।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top