কঙ্গোতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৪০

ডিআর কঙ্গোতে বন্যা ও ভূমিধসে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার প্রবল বর্ষণের পর ভয়াবহ বন্যার কবলে পড়ে, দেশটির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাসিন্দারা কাদা-মাটি খুঁড়ে মৃতদেহ খুঁজে বের করার চেষ্টা করছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, একদল লোক ভেসে যাওয়া একটি গাড়ির নীচে থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে।

জানা গেছে, স্থানীয় সময় বুধবার ওই এলাকায় বন্যায় ভেসে যাওয়া এক গাড়ির নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে বন্যা ও ভূমিধসে বুকাভু এবং বুরিনি এলাকায় ৪০ জনের প্রাণহানির ঘটনা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এছাড়া অনেককেই বন্যার পানিতে ভেসে যেতে দেখা গেছে। এক পরিবারের সকলেই বন্যার পানিতে ভেসে গেছে বলে জানিয়েছেন বুকাভু অঞ্চলের স্থানীয় বাসিন্দা ইভন মুকুপি নামের এক নারী। তাদের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে এখনও ওই পরিবারের কয়েক জন নিখোঁজ রয়েছে।

সূত্র: রয়টার্স

Scroll to Top