নতুন বছরের প্রথম দিনে জাপানের ইশিকাওয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৮ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে কাজ করছেন এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী। দেশটিতে এক দিনে ১৫৫টি ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর বিবিসির।
ইশিকাওয়ার দুর্যোগ সদরদফতর জানিয়েছে, এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইশিকাওয়া প্রিফেকচারে একের পর এক ভবন ধস ও দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়েছে। নিগাতা, তোয়ামা, ফুকুই এবং গিফু প্রিফেকচারেও ভূমিকম্পে ভবন ধসের কারণে অসংখ্য মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে এবং হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাগুলোতে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারকে সময়ের বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী বাহিনী পাঠিয়েছে এবং সহায়তা প্রদান অব্যাহত রাখবে।