ফ্রান্সে মাত্র ৩৪ বছর বয়সে প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আত্তালকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফলে ইউরোপীয় দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেলো ফ্রান্স।

গ্যাব্রিয়েল অ্যাটাল বরাবরই প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর স্নেহের পাত্র ছিলেন। কোভিড মহামারীর সময়ে সরকারের মুখপাত্র হিসাবে কাজ করেছিলেন সদাহাস্যময় গ্যাব্রিয়েল অ্যাটাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক ভালো ভুমিকা রেখেছিলেন। সূত্র, এএফপি।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেন। এরপরই গ্যাব্রিয়েল অ্যাটালকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত নেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ।

দেশটির সাম্প্রতিক একটি জনমত জরিপ অনুযায়ী, বর্তমানে গ্যাব্রিয়েল অ্যাটাল দেশটির অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ এবং বুদ্ধিমান মন্ত্রী। দেশের বিভিন্ন রেডিও অনুষ্ঠানে উপস্থিতির পাশাপাশি তিনি পার্লামেন্টেও সমান জনপ্রিয়।

এ বিষয়ে ফ্রান্সের এমপি প্যাট্রিক ভিগনাল বলেন, গ্যাব্রিয়েল অ্যাটাল দেশের নেতাদের মধ্যে সর্বকনিষ্ঠ যেমনটি ২০১৭ সালে ম্যাক্রোঁ ছিলেন। সে ‘স্পষ্ট এবং তার কর্তৃত্ব আছে’।

হ্যালো অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, গ্যাব্রিয়েল অ্যাটাল একজন দারুণ বক্তা। সুদর্শন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে পটু। তিনি সমকামী হিসেবে এখন পঞ্চম সঙ্গীর সাথে সম্পর্কে জড়িত। এর আগে অন্য চার সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে। এখনও কোন সঙ্গীকে বিয়ে করেননি।

Scroll to Top