চীনের ইউনানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩১

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত ও পাহাড়ি অংশে আঘাত হানা ভূমিধসের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে ইউনান প্রদেশের জেনসিয়ং কাউন্টিতে ভূমিধস আঘাত হানলে ১৮টি বাড়ি চাপা পড়ে এবং ২০০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার (২৩ জানুয়ারি) জানায়, বিপর্যয়ের প্রায় ৩৬ ঘণ্টা পর ৩১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

অগ্নিনির্বাপককর্মী লি শেংলং সিনহুয়াকে বলেছেন, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযান রাত পর্যন্ত অব্যাহত ছিল। ’

দুর্ঘটনাস্থলে দুই শতাধিক উদ্ধারকর্মীর পাশাপাশি দমকলের কয়েক ডজন ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, জায়গাটি ঘন তুষারে ঢাকা ছিল এবং উদ্ধারকারীরা ‘জীবিতদের সন্ধানের জন্য সব ধরনের সরঞ্জাম ব্যবহার করছেন’।

এ ছাড়া আশপাশের এলাকার লোকজন ত্রাণ তৎপরতায় সাহায্যের জন্য এগিয়ে এসেছে বলেও রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানিয়েছে। কাছাকাছি একটি গ্রামের ৩৮ বছর বয়সী বাসিন্দা হং জি সিনহুয়াকে বলেছেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য হলো ত্রাণ বিতরণ, রান্না করা এবং অভাবীদের কাছে খাবার পৌঁছে দেওয়া। ’