দক্ষিণ কোরিয়ায় ফের মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলের সমুদ্রে আবারো মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এক মাসের ব্যবধানে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এটি। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর একটি ইউনিট এক বিবৃতিতে বলেছে, বুধবার ৮ম ফাইটার উইংয়ে নিযুক্ত একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন সমুদ্রের ওপর ‘জরুরি পরিস্থিতির’ সম্মুখীন হয় এবং একপর্যায়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া বিমানের পাইলটকে ঘটনার প্রায় এক ঘণ্টা পর উদ্ধার করা হয়। ওই সময় তার জ্ঞান ছিল তবে শারীরিক পরিস্থিতি মূল্যায়নের জন্য তাকে একটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

৮ম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল ম্যাথিউ গেটকে পাইলটকে নিরাপদে উদ্ধার কাজে সহযোগিতার জন্য দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, সমুদ্র থেকে বিমানটি খুঁজে বের করা এবং পুনরুদ্ধারে কাজ করছে মার্কিন বাহিনী।

প্রসঙ্গত, পশ্চিম উপকূলীয় শহর গুনসান দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত দুটি প্রধান বিমান ঘাঁটির একটির আবাসস্থল। গত বছরের ডিসেম্বরেও একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় একটি এফ-১৬ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল।

Scroll to Top