সেনা প্রধানকে বহিষ্কার করছেন জেলেনস্কি

রাজনৈতিক উচ্চাভিলাষের কারণে ইউক্রেনের জ্যেষ্ঠতম সেনা কমান্ডার ভ্যালেরি জালুঝনিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তবে সামরিক বাহিনীর প্রধান এই আহ্বান নাকচ করেছেন। বিশ্লেষকদের ধারণা, সম্ভবত জালুঝনিকে পদ থেকে সরিয়ে দেবেন প্রেসিডেন্ট। খবর-সিএনএন।

যদিও এখনো সেনাপ্রধানকে বহিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জেলেনস্কির প্রশাসন। তাই জালুঝনিকে এখনো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

তবে চলতি সপ্তাহের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে সিএনএনের প্রতিবেদনে। রাশিয়ার সঙ্গে যুদ্ধকালে এটাই হতে যাচ্ছে ইউক্রেন সেনাবাহিনীতে সবচেয়ে বড় রদবদল।

জানা যায় বিশেষ বৈঠকে শান্তভাবে জেলেনস্কি জালুঝনিকে সেনাবাহিনীর অন্য পদ গ্রহণের প্রস্তাব করেন। তবে জালুঝনি সেই প্রস্তাবে সায় দেননি। এ বিষয়ে কথা বলতে বুধবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করে সিএনএন। তবে তারা কোনো মন্তব্য করেনি।

Scroll to Top