চীনের নানজিং শহরে আবাসিক ভবনে অগ্নিদগ্ধ হয়ে নিহত ১৫

চীনের নানজিং শহরে একটি আবাসিক ভবনে আগুন লেগে নিহত হয়েছেন অন্তত ১৫ জন, আহত হয়েছেন আরও ৪৪ জন। খবর এএফপি\’র

গত শুক্রবার দিবাগত রাত্রে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভবনটির নিচতলায় ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

সকাল ৬টার মাঝেই আগুন নিভিয়ে ফেলা হয়, আর উদ্ধার তৎপরতা শেষ হয় দুপুর ২টার দিকে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

এ অগ্নিকাণ্ডের বেশকিছু ফুটেজ চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। একটিতে দেখা যায় ভবনটির বেশ কয়েক তলায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। আগুনের ধোঁয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে দেখাই যাচ্ছে না। আরও কিছু ভিডিওতে দেখা যায় ভবনটির বিভিন্ন জায়গা দিয়ে গলগল করে বের হয়ে আসছে ধোঁয়া।

অগ্নিকাণ্ডে আহত ৪৪ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে একজনের অবস্থা আশংকাজনক, আরও একজন গুরুতর আহত।

Scroll to Top