রাশিয়ার সামরিকগোয়েন্দা বিমান ভূপাতিত করল ইউক্রেন

রাশিয়ার এ-ফিফটি সামরিক গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এক মাসের মধ্যে ইউক্রেন এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন দাবি জানাল।

ইউক্রেনের সামরিক সূত্র বলেছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার রাশিয়ার রস্তোফ-অন-ডন ও ক্রাসনোদর শহরের মধ্যবর্তী জায়গায় বিমানটি ভূপাতিত করা হয়েছে। সম্মুখসমরস্থল থেকে জায়গাটি প্রায় ২০০ কিলোমিটার দূরে।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, বিমানটি রাশিয়ার রোস্তভ-অন-ডন ও ক্রাসনোডার শহরের মধ্যবর্তী কোন স্থানে হামলার শিকার হয়, যা যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। রাশিয়া এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আকাশে হামলার শিকার হবার সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায় এবং আকাশে ঘন, গাঢ় ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে বিমানটি ভূপাতিত হয়।

এর আগে ইউক্রেন ১৪ জানুয়ারিতে রাশিয়ার একটি এ-ফিফটি বিমান ভূপাতিত করার দাবি করেছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়েছিল যে রাশিয়ার ছয়টি অপারেশনাল এ-ফিফটি এই মুহূর্তে বলবৎ রয়েছে।

Scroll to Top