সৌদিতে ইফতার ও সেহরির জন্য মসজিদে অর্থ সংগ্রহে নিষেধাজ্ঞা

পবিত্র রমজানে সৌদি আরবের অনেক মসজিদে ইফতার এবং সেহরি করার জন্য ইমামগণ অর্থ সংগ্রহ করে থাকেন। কিন্তু আসন্ন রমজানে বিষয়টিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের

শুধুমাত্র রমজান মাসকেই কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির ইসলামি বিষয়ক মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারি করে।

মন্ত্রণালয় আরও জানায়, ইফতারের সময়সূচিতে মসজিদের অভ্যন্তরে ইফতার না করে খোলা স্থানে ইফতার করলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় থাকে। পবিত্র রমজানে মসজিদের অভ্যন্তরে ছবি না তোলা এবং ক্যামেরা স্থাপন করে ইমামগণদের মনোযোগে বাধা সৃষ্টি না করার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

পবিত্র রমজানে অনেক টেলিভিশন নামাজের দৃশ্য প্রচার করে থাকে। এবছর অনেক টেলিভিশনের ওপর এ বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সৌদি আরবের ইসলামি মন্ত্রণালয় মুয়াজ্জিনদের জন্য আরও কিছু নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র রমজানে উম আল কুরার পঞ্জি অনুযায়ী নির্দিষ্ট সময়ে মুয়াজ্জিনরা আযান দিবেন। এছাড়া ফজর ও মাগরিবের আজানের পর নামাজ অন্তত ১০ মিনিট পর শুরু করা উচিত।

পবিত্র রমজান মাসে তারাবির নামাজে, রমজানের ফজিলত এবং শেষ রাতে নামাজের ক্ষেত্রে ইমামগণদের অতিরিক্ত সময় ব্যয় করার ক্ষেত্রে সতর্কতা আরোপ করতে বলা হয়েছে।

আগামী ১১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের অনেক দেশে পবিত্র রমজান শুরু হবে। পবিত্র রমজানে বিশ্বের মুসল্লিরা আল্লাহ’র নির্দেশনা অনুর্যায়ী ফজরের আজানের আগ থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকেন।

Scroll to Top