বিনামূল্যে বোমা পাচ্ছেনা ইউক্রেন: ইইউ

ইউরোপীয় ইউনিয়ন এক মিলিয়ন গোলা-বোমা বিনামূল্যে সরবরাহ করবে, ইউক্রেনের এমনটি আশা করা উচিত নয়। ইইউয়ের ইন্টারনাল মার্কেটের কমিশনার থিয়েরি ব্রেটন ফ্রান্স ইনফোকে সোমবার এ কথা বলেন।

প্রতিশ্রুতি পূরণের মিথ্যা অভিযোগ তোলায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কড়া সমালোচনা করেন। খবর আরটির।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন যা প্রতিশ্রুতি দিয়েছিল, দুর্ভাগ্যবশত তার ৫০ ভাগও আসেনি। সোমবার বিবৃতির বিষয়ে জানতে চাইলে থিয়েরি ব্রেটন জেলেনস্কির মন্তব্যকে মিথ্যা বলে উড়িয়ে দেন।

তিনি বলেন, জেলেনস্কির দেওয়া পরিসংখ্যান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কিয়েভ আশা করেছিল, প্রতিশ্রুত সব বোমা দান করা হবে। কিন্তু এক্ষেত্রে তা নয়।

Scroll to Top