হামাসের প্রতিরোধের মুখে পড়বে ইসরায়েল

ইসরায়েল বছরের পর বছর ধরে হামাসের প্রতিরোধের মুখে পড়বে। মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, গাজায় যুদ্ধবিরতি অর্জনের সবচেয়ে বাস্তবসম্মত উপায় হলো বন্দী মুক্তি চুক্তি। তবে নেতানিয়াহু ক্ষমতায় থাকতে তা হবে কি-না কিংবা ইসরায়েল হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জন করতে পারবে কি-না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জনসাধারণের মধ্যে নেতানিয়াহুর প্রতি অবিশ্বাস যুদ্ধের আগে থেকেই উচ্চ স্তর থেকে গভীর এবং বিস্তৃত হয়েছে। একটি ভিন্ন, আরও মধ্যপন্থী সরকারের সম্ভাবনা দেখা দিয়েছে।

প্রতিবেদন অনুসারে, ইসরায়েল সম্ভবত আগামী বছরগুলোতে হামাসের কাছ থেকে দীর্ঘস্থায়ী সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হবে। ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের ভূগর্ভস্থ অবকাঠামো নিরস্ত্রীকরণ করতে লড়াই করবে।

আল জাজিরার সংবাদদাতা কিম্বারলি হ্যালকেট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ১৮টি ভিন্ন ভিন্ন গোয়েন্দা সংস্থার অনুসন্ধান নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Scroll to Top