কাবুলে পুলিশের ছদ্মবেশে টিভি স্টেশনে হামলায় নিহত ২

আফগানিস্তানে একটি টেলিভিশন স্টেশনে পুলিশের ছদ্মবেশে ঢুকে বন্দুক হামলা চালানোর ঘটনায় কমপক্ষে দুই জন নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, শামশাদ টেলিভিশনের ভবনে ঢোকার আগে হামলাকারীরা গ্রেনেড ছোড়ে। খবর বিবিসির।

আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তাদের অভিযান শেষ হয়েছে এবং টেলিভিশন চ্যানেলের স্বাভাবিক কার্যক্রম আবারো চালু হয়েছে।

তথাকথিত ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক মাসগুলোতে তালেবান এবং ইসলামিক স্টেট বেশ তৎপর হয়ে উঠেছে আফগানিস্তানে। তারা এসময় দেশটিতে বেশ কয়েকটি হামলাও চালিয়েছে।

নিরাপত্তা বাহিনী এই হামলার ঘটনায় একজন নিরাপত্তা রক্ষী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তারা বলছে, আরো ২০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিরাপত্তা বাহিনী আরো জানিয়েছে, অভিযান পরিচালনা করার সময় কংক্রিটের দেয়াল ভেঙে ওই টেলিভিশন স্টেশনের ভবনে ঢোকে তারা।

এদিকে একই ধরনের অভিজ্ঞতার স্বীকার টেলো নিউজকে শামশাদের নিউজ ডিরেক্টর আবিদ এহসাস বলেছেন, এটা মিডিয়ার স্বাধীনতার ওপর হামলা। তবে তারা আমাদের মুখ বন্ধ করতে পারবে না।

শামশাদ টিভি পশতু ভাষায় নিউজ এবং সাম্প্রতিক বিষয়াবলীসহ বিভিন্ন ভাষায় অনুষ্ঠান পরিচালনা করে থাকে। এটি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিরও পার্টনার স্টেশনগুলোর একটি।

সাংবাদিক ও মিডিয়ার ওপর এর আগেও দেশটিতে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। তখন দেশটিতে সবচেয়ে বড় প্রাইভেট টেলিভিশন স্টেশন টেলো টেলিভিশনে হামলায় সাত সাংবাদিক নিহত হয়।

সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের জন্য আফগানিস্তান বিশ্বের সবচেয়ে কর্মক্ষেত্র। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের তথ্যানুযায়ী, সাংবাদিক হত্যার ঘটনায় ইরাকের পরেই আফগানিস্তানের অবস্থান।

বাংলাদেশ সময় : ১৮৩০ ঘণ্টা, ০৭ নভেম্বর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ