শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

তাইওয়ানের পর এবার জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটির পূর্ব উপকূলীয় হনশু অঞ্চল।

রয়টার্স জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৩২ কিলোমিটার গভীরে ছিল। তবে এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থার বরাতে জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইওয়াতে, মিয়াগি ও ফুকুশিমা অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি ৩২ কিলোমিটার গভীরে ছিল। ২৫ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান, সুনামি সতর্কতা

বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানে। এরপর আরও কয়েক ডজন আফটার শক হয় দেশটিতে।

Scroll to Top