হিজবুল্লাহর রকেট হামলার ফল ভুগতে হবে ইরানকে : ইসরায়েল

ইরান যদি রকেট হামলা চালিয়ে যায়, তাহলে তার ফল ভুগতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। আজ শনিবার আইডিএফের মুখপাত্র আর-এডিএম ড্যানিয়েল হাগারি এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ইরানের হামলা মোকাবিলা করতে তৈরি আছে ইসরায়েল। হামাস, হিজবুল্লাহর মতো জঙ্গি গোষ্ঠীকে মদত দিচ্ছে ইরান।

হাগারির দাবি, ইরানের মদতেই ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে হামাস ও হিজবুল্লাহ। ইরান সরকারিভাবে সন্ত্রাসবাদে মদত দেয়। ইরানের জন্য পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসায়েলি হামলার পর এ উত্তেজনা তৈরি হয়েছে। ইরান যেকোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিয়েছে। এরই মধ্যে শুক্রবার ইসরায়েলে ৫০টি রকেট ছোড়ে ইরান-সমর্থিত লেবাননের ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ।