Floods Area

বন্যা ও ভূমিধস: আফগানিস্তানে নিহত ৬০, ব্রাজিলে নিহত ১২৬

আফগানিস্তানের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ভূমিধসে আহত হয়েছেন শতাধিক মানুষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, গেল কয়েকদিন ধরেই দেশটির বাঘলান প্রদেশে টানা বৃষ্টি হচ্ছে। এতে প্রদেশটির পাঁচ জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার তোড়ে এবং ভূমিধসে অনেকেই নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে দেশটির অন্তত দুই হাজার স্থাপনা। ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রদেশটির ঘর-বাড়ি। পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। এপ্রিলের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বন্যায় অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন আফগানিস্তানে।

অন্যদিকে, ভয়াবহ বন্যায় আরও বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুল। প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জন।

দেশটিতে চলমান দুর্যোগে এখনও নিখোঁজ দেড়শর মতো মানুষ। বাস্তুহারা হয়েছেন প্রায় সাড়ে ৩ লাখ। এরমধ্যে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

ফলে আশঙ্কা করা হচ্ছে, প্রদেশের রাজধানী পোর্তো অ্যালেগ্রে এবং আশেপাশের শহরে পানির স্তর আরও বাড়তে পারে। এদিকে, বন্যার কারণে বিকল হয়ে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। সংকট দেখা দিয়েছে নিরাপদ খাদ্য ও পানির।

Scroll to Top