ardogan1

নেতানিয়াহুকে আটকে সম্ভাব্য সবকিছু করব: এরদোগান

রাফায় হামলার কারণে ইসরাইলকে কাঠগড়ায় দাঁড় করাতে সম্ভাব্য সবকিছু করবে তুরস্ক। এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা এই বর্বর ও খুনিদের জবাবদিহির আওতায় আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তাদের মানবতার সঙ্গে কোনো সম্পর্কই নেই।’

এরদোগান বলেন, রাফায় ভয়াবহ হামলার জন্য তার দেশ বর্বর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আটকে রাখতে সম্ভাব্য সবকিছু করবে।

এই অভিযোগের পর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ফিলিস্তিনে তেল আবিবের অপরাধ থেকে মনোযোগ সরানোর চেষ্টার বিরুদ্ধে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছেন।

Scroll to Top