malaysia

‘মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত’ খবরটি সত্য নয়

জনশক্তি খাতে হয়রানি: ‘মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত’ শিরোনামের খবরটি সত্য নয়। এ ছাড়া এই বিষয়ে এখন পর্যন্ত দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এমন ধরনের কোন বিবৃতিতে প্রকাশ করেনি বলে সময় সংবাদের মালয়েশিয়া প্রতিবেদক নিশ্চিত করেছে।

শুক্রবার (৩১ মে) বাংলাদেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে এই খবরের সদ্য চালিয়েছে একই সঙ্গে বাংলাদেশের কয়েকটি নিউজ পোর্টালেও এই খবর প্রকাশ করা হয়। আদতে এই ধরনের কোন খবরই দেশটির কর্তৃপক্ষ অথবা কোন গণমাধ্যমে এখনও পর্যন্ত খবরটি প্রকাশ করেনি।

বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ও নিউজ পোর্টালের এমন প্রকাশিত খবরে বিভ্রান্তিতে পড়তে হয়েছে পাঠক এবং ভিউয়াররা।

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব। এমন সংবাদ পরিবেশন উচিত নয়, যাতে দেশ ও জনগণের ক্ষতি হয়। যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করলে সমাজ ও দেশ উপকৃত হবে। বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তারা।

Scroll to Top