yemen

ইয়েমেনে নৌকাডুবি, ৩৮ জনের প্রাণহানি

ইয়েমেনের এডেনে নৌকাডুবির ঘটনায় হর্ন অফ আফ্রিকা থেকে আগত অন্তত ৩৮ জন অভিবাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের।

রুদুম জেলার পরিচালক হাদি আল-খুরমা রয়টার্সকে বলেন, এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়।

তিনি বলেন, জেলে এবং স্থানীয় বাসিন্দারা ৭৮ জনকে উদ্ধার করতে পারলেও প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন অভিবাসী।

তিনি আরও বলেন, নৌকায় থাকা প্রায় ১০০ জন এখনো নিখোঁজ রয়েছে। অনুসন্ধান এখনও চলমান রয়েছে। এবং জাতিসংঘকে ঘটনাটি জানানো হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে এসেছে।

Scroll to Top