china

চীন-ফিলিপিন্সের মুখোমুখি অবস্থানে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা

আবারও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় মুখোমুখি অবস্থানে চীন ও ফিলিপিন্স। এবার চীনা নৌযানে ফিলিপিন্সের সামরিক রসদ বহনকারী জাহাজ ধাক্কা দিয়েছে বলে অভিযোগ বেইজিংয়ের।

সোমবার (১৭ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের নির্দিষ্ট জলসীমায় প্রবেশ করে ফিলিপিন্সের সামরিক রসদবহনকারী জাহাজ। অনুমতি ছাড়া প্রবেশ করায় চীনা কোস্টগার্ড বারবার সতর্ক করে জাহাজটিকে।

তবে ঝুঁকিপূর্ণভাবে এবং অদক্ষতার সঙ্গে এগিয়ে এসে ফিলিপিন্সের জাহাজটি চীনের নৌযানে ধাক্কা দেয়। এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি চীনা পররাষ্ট্র দফতর।

অন্যদিকে, জাহাজ সংর্ঘষের ঘটনায় চীনের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছে ফিলিপিন্স। তাদের অভিযোগ, এ ঘটনায় মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে চীন। তারা ইচ্ছাকৃতভাবে রশদ বহনকারী জাহাজে আঘাত করেছে বলেও দাবি ফিলিপিন্সের।

দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে বহু বছর ধরে বিরোধে লিপ্ত বিভিন্ন দেশ। সম্প্রতি এই সীমানা বিরোধ নিয়ে জটিলতা আরও বেড়েছে।

বেইজিং দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশের মালিকানা দাবি করে। যদিও ফিলিপিন্সের দাবি, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অর্থনৈতিক অঞ্চল। যেখানে প্রবেশের অধিকার তাদের রয়েছে।

Scroll to Top