হার্ভেতে ৫০ বছরে সবচেয়ে শক্তিশালী ঝড়, মৃত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় হার্ভের আঘাতে প্রবল বন্যার আশঙ্কা করা হচ্ছে। শক্তির দিক থেকে অর্ধশতাব্দীর সবচেয়ে মারাত্মক হলেও সর্বশেষ তথ্যানুযায়ী, এ ঝড়ে মারা গেছে এক জন। সচেতনতা ও কর্তৃপক্ষের তৎপরতায় ব্যাপকভাবে প্রাণহানি কমানো সম্ভব হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে টেক্সাসে আঘাত হানা ৪ ক্যাটাগরির হারিকেন হার্ভের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং হচ্ছে। প্রশাসন আশঙ্কা করছে, ভয়াবহ বন্যা হতে পারে। যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস শিল্পের প্রাণকেন্দ্র টেক্সাসে ঘণ্টায় ২০৯ কিলোমিটার বেগে হারিকেন হার্ভে বয়ে গেছে। যা ১৯৬১ সালের পর এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী ঝড়।

প্রলয়ংকারী এই ঝড়ে ঘরের ছাদ উড়ে গেছে, গাছপালা উপড়ে গেছে, প্লাবিত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ভেঙে গেছে, গ্যাস ও তেল উত্তোলনে চরম ব্যাঘাত হয়েছে, পাম্প স্টেশনগুলোতে তেলের মূল্য বেড়েছে, কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার টেক্সাসে এরই মধ্যে ২০ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের তীব্রতা কমে গেলেও এখন টানা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, সামনের কয়েক দিনে আরো ৪০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। এ পরিমাণ বৃষ্টিপাত হলে টেক্সাসের বিশাল অঞ্চল প্লাবিত হবে।

এদিকে, ইতিমধ্যে বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী বাহিনী। কিছু এলাকায় হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ