মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে প্রয়োজনে পুনরায় অস্ত্র ধরার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাবেক এই গেরিলা যোদ্ধা স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাকে গ্রেফতার করার চেষ্টা করে কিংবা কলম্বিয়ায় কোনো ধরনের সামরিক হামলা চালায়, তবে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আবারও সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়বেন।
ঘটনার সূত্রপাত হয় প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যকে কেন্দ্র করে। ট্রাম্প পেত্রোকে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে দাবি করেন, তিনি কোকেন উৎপাদন ও যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে জড়িত। কলম্বিয়ায় কোনো বিশেষ অভিযান চালানো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি অসম্মতি না জানিয়ে বলেন, বিষয়টি তার কাছে ইতিবাচক মনে হচ্ছে। ট্রাম্পের এমন বক্তব্যের কড়া জবাব দিয়ে পেত্রো বলেন, দেশের একটি বড় অংশের সমর্থন তার সঙ্গে রয়েছে এবং তাকে স্পর্শ করার চেষ্টা করা হলে দেশজুড়ে জনবিস্ফোরণ ঘটবে।
পেত্রো তার বার্তায় আরও উল্লেখ করেন, মাদক পাচারকারীদের দমনের নামে মার্কিন সামরিক হামলা চালানো হলে তাতে সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানির ঝুঁকি বাড়বে, যা দেশটিতে কয়েক দশক ধরে চলা অভ্যন্তরীণ সংঘাতকে আরও উসকে দেবে। তিনি এক সময় এম-নাইনটিন গেরিলা গোষ্ঠীর সদস্য ছিলেন। পরে স্বাভাবিক জীবনে ফিরে অস্ত্র না ধরার শপথ নিয়েছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে মাতৃভূমি রক্ষায় সেই শপথ ভাঙতে তিনি দ্বিধাবোধ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
এদিকে পরিস্থিতির অবনতি ঘটলেও কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অবশ্য ভিন্ন সুর বজায় রেখেছেন। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কলম্বিয়ার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং সাম্প্রতিক আলোচনায় সামরিক হামলার বিষয়ে কোনো কথা হয়নি। ট্রাম্পের সরাসরি হুমকির বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়ে তিনি দুই দেশের নিরাপত্তা সহযোগিতার ওপর জোর দেন।







