মেক্সিকোতে অতি শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়ংকর ভূমিকম্প হানা দিয়েছে। মেক্সিকোর দক্ষিণ উপকূলে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৮.১।

যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভের বরাতে বিবিসি জানায়, ভূমিকম্পের কেন্দ্র পিজিজিয়াপান শহরের দক্ষিণ-পশ্চিমে ৮৭ কিলোমিটার এবং গভীরতা ৭০ কিলোমিটার।

তীব্র ভূকম্পনের পর মেক্সিকো, গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাসের জন্য সুনামির সতর্কতা দেওয়া হয়েছে।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতেও ভূকম্পনটি অনুভূত হয়েছে। প্রায় এক মিনিটের মতো স্থায়ী এ ভূকম্পনে ভবনগুলো কাপছিলো এবং মানুষ রাস্তায় নেমে এসেছিল।

লুই কার্লোস ব্রিসেনো নামে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি পৃথিবীর কোথাও এমন পরিস্থিতিতে পড়িনি যেখানে এত তীব্রভাবে ভূকম্পন হয়েছে।’

বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনো বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৫৪৬ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ