স্কুলছাত্রীর যে শাস্তিতে ভারতে তোলপাড়

বয়স ১১ বছর। এখনও স্কুলের গন্ডি পেরোনো হয়নি। তবে এরই মধ্যে তাকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে ভারতে। হায়দরাবাদের একটি স্কুলের ঘটনা। ভিজা থাকায় স্কুলড্রেস পরে বিদ্যালয়ে আসতে পারেনি মেয়েটি। আর এই অপরাধে তাকে ছেলেদের টয়লেটের সামনে ৫ মিনিট দাঁড়িয়ে রাখা হয়। আর এই ঘটনায় দেশটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ প্রতিরোধ আইন লঙ্ঘন অভিযোগ এনেছে শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো।

মেয়েটির পিতার ধারণ করা ভিডিওতে ওই ছাত্রী জানায়, স্কুলড্রেস না পরে স্কুলে যাওয়ায় এক শিক্ষক তাকে বিদ্যালয়ের নিচতলায় ধরে এবং আমাকে চিৎকার চেঁচামেচি করতে থাকে। পাশ থেকে আরও দুই শিক্ষক হাজির হয়। তখন আমি খুব ভয় পেয়ে যায়। এবং আমার মায়ের লেখা ডায়েরি দেখাতে চাই। কিন্তু তারা সেদিকে লক্ষ্য না রেখে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। এবং আমাকে স্কুল থেকে চলে যেতে বলে। কিন্তু আমি রাজি না হওয়ায় তারা আমাকে ৫ মিনিট ছেলেদের টয়টেলের সামনে দাঁড়িয়ে রাখে।

মেয়েটি আরও বলে, ওই ডায়েরি আমার মায়ের একটি নোট ছিল। যেখানে শিক্ষকদের প্রতি অনুরোধ ছিল পোশাক ভেজা থাকার জন্য আজকের মতো তাকে ক্লাস করার অনুমতি দেওয়া হোক।

এ বিষয়ে দেশটির এক শিশু অধিকারকর্মী বলেছেন, আমরা ওই শিক্ষকদের এবং স্কুলের বিরুদ্ধে শিুশুদের যৌন অপরাধ প্রতিরোধ আইন লঙ্ঘন অভিযোগে আনবো। তারা কীভাবে এমন একটি অনুভূতিহীন কাজ করতে পারলো তা জানতে চাইবো। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি স্কুল কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে