মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, নিহত শতাধিক

মেক্সিকোর মধ্যাঞ্চলের পুয়েবলা রাজ্যে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কমপক্ষে ১৪০ জনের মৃত্যু হয়েছে এবং আরো হতাহতের আশংকা করা হচ্ছে।

ভূমিকম্পের ভয়াবহতায় শহরের অনেক এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দরগুলো। উদ্ধার কাজ পরিচালনার ঘোষণা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালগুলোতে নেয়া হচ্ছে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মেক্সিকোর পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে হওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।

মাত্র দু’সপ্তাহের ব্যবধানে আবারও কেঁপে উঠল মেক্সিকো। সপ্তাহ দু’য়েক আগে মেক্সিকোর দক্ষিণ উপকূলের কাছে হওয়া ৮.১ মাত্রার ওই ভূমিকম্পে ৯০ জন নিহত হয়েছিল।

এছাড়া ১৯৮৫ সালের ঠিক এ দিনেই মেক্সিকোতে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখনকার ভূমিকম্পে নিহত হয়েছিল প্রায় ১০ হাজার মানুষ। ৩২ বছর পর নিহতদের স্মরণে মেক্সিকো সিটিতে মহড়া চলাকালেই শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পের তাণ্ডবে ধসে পড়েছে ঘরবাড়ি। রাজধানীসহ অন্যান্য জায়গায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও বহু মানুষ। ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষজন রাস্তায় বেরিয়ে অবস্থান নেয়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ