একে অপরকে পাগল বললেন ট্রাম্প-কিম

জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে উত্তর কোরিয়াকে ‘সমূলে ধ্বংস করে দেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মানসিক বিকারগ্রস্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন কিম জং-উন।

ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ভাষণের পর তার সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কথার যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘পাগল’ আখ্যায়িত করে কিম এক বিবৃতিতে বলেছেন, এজন্য তাকে ‘চরম মূল্য’ দিতে হবে।

পাল্টা জবাবে টুইট করেছেন ট্রাম্প। বলেছেন, কিম ‘পাগল ছাড়া আর কিছু না’। এমন পরীক্ষায় তাকে তিনি ফেলবেন, যেমনটা কিম কখনও দেখেননি।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এই মন্তব্য করেন।

এর আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, ‘তিনি অবশ্যই অস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মানসিকভাবে বিকারগ্রস্ত ভীমরতিগ্রস্ত বুড়োকে (ট্রাম্প) পরাস্ত করবেন।’

সেপ্টেম্বরের শুরুতে ষষ্ঠবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা ও উত্তর কোরিয়ার কর্তাব্যক্তিদের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত আছে।

মিত্র দেশ ও বৃহৎ পরাশক্তির মধ্যকার এই বাকযুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আরেক পরাশক্তি চীন। দেশটি পরিস্থিতিকে ‘জটিল ও সংবেদনশীল’ বলে আখ্যা দিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, ‘পরস্পরকে উসকানি না দিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সংযত থাকা উচিত।’

রাশিয়াও দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ দুই নেতার মধ্যকার বাক্য বিনিময়কে ‘কিন্ডারগার্টেনের শিশুদের মারামারি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম