স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলেন ট্রাম্প

গত মাসে হারিকেন হার্ভি আক্রান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে হাই হিল পরায় সমালোচনার মুখে পড়েন মেলানিয়া ট্রাম্প। এবার সমালোচিত স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আলামবামায় এক র‌্যালিতে মেলানিয়ার পায়ের জুতার ব্যাপারে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আপনারা সবাই যেমন পরেন সেভাবেই তিনিও হাই হিল পরেছিলেন। এরপরই মিডিয়া আর পেছনে দৌড়ানো শুরু করলো। তিনি তা জানতেনই না। টেক্সাসে যখন তিনি নামেন তখন তিনি আবার কেডস পরে ফেলেন। যেটা তার সঙ্গেই ছিলো। মিডিয়া নিজেও বুঝেছে তারা যা করছে তা অসৎ।

এরপর তিনি ব্যঙ্গ করে বলেন, আপনারা জানেন, হাই হিল পরেই তিনি বন্যার মধ্যে গেছেন।

যুক্তরাষ্ট্রে হারিকেন হার্ভি আঘাত হানার পরে গত মাসে আক্রান্ত এলাকা পরিদর্শন করতে টেক্সাসে যাওয়ার জন্য হোয়াইট হাউজ ছাড়ার সময় হাই হিল পরেছিলেন মেলানিয়া ট্রাম্প। এরপরই সমালোচনার মুখে পড়েন তিনি।

মেলানিয়ার জনসংযোগ কর্মকর্তা তার জুতার ব্যাপারে কথা উঠার পর বলেন, এখনও কার্যকর ও চলমান প্রাকৃতিক দুর্যোগের সময়ে মানুষ তার জুতা নিয়ে চিন্তিত, বিষয়টা খুবই দু:খজনক।

পরের সপ্তাহে আবার টেক্সাসে যাওয়ার পথে হোয়াইট হাউজ ছাড়ার সময়েও স্টিলেটোই পরেছিলেন মেলানিয়া।

সম্প্রতি জাতিসংঘে বক্তৃতা করার সময়ে পরা নিজের গোলাপী রঙের পোশাক নিয়েও সমালোচনার মুখোমুখি হন মার্কিন ফার্স্ট লেডি। এই পোশাকটি পরার পর তার ফ্যাশন সেন্স নিয়ে অনেকে তাকে তুলনা করেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গেও। কোন মঞ্চের পেছনে দাঁড়িয়ে কথা বলার জন্য পোশাকটি মোটেও সঠিক নয় বলেই মনে করছেন অনেকে।

প্রায় ৩ হাজার মার্কিন ডলারের উজ্জ্বল গোলাপী রঙের ডেলপোজোর ফুলে থাকা হাত দেখে পোশাকটি তার সাইজের চেয়ে অনেক বড় বলেই মনে করছিলেন সবাই। পরে অবশ্য ছবিতে বোঝা যায়, পোশাকটি সাইজে ঠিকঠাকই ছিল।

বাংলাদেশ সময় : ১৭৩৮ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ