রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

রাশিয়ায় একটি বহুতল ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার মাগনিতোগোরস্ক  শহরে অবস্থিত ওই বহুতল ভবনটির উদ্ধারকাজ সমাপ্তি ঘোষণা করা হয়। খবর আল জাজিরার। 

এই বিষয়ে রাশিয়া সরকারের কর্মকর্তা আলেক্সান্দ্রে টিচউপ্রিয়ান জানান, ৩৯ টি মরদেহের ৩৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং সেখান থেকে আক কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

স্থানীয় সময় ৩১ ডিসেম্বর সকাল ৬টার দিকে ৪৮টি অ্যাপার্টমেন্ট সম্বলিত ওই ভবনটিতে গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানকার অনেক বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। ভবনটি মস্কো থেকে এক হাজার সাতশ’ কিলোমিটার পূর্বের উরাল পর্বতমালা সংলগ্ন মাগনিতোগোরস্ক শহরে অবস্থিত। বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুর্ঘটনাকবলিত ভবনটিতে প্রায় এক হাজার ৩০০ মানুষের বসবাস ছিল, যা এখন শূন্য বাড়িতে পরিণত হয়েছে। 

লেটেস্টবিডিনিউজ.কম/পিএস