ব্রাজিলে খনি দুর্ঘটনা, নিখোঁজ ২ শতাধিক

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রাজিলের একটি লোহার আকরিকের খনিতে দুর্ঘটনায় ২০০ জনের অধিক শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ দুর্ঘটনায় নিখোঁজদের বেঁচে থাকার বিষয়ে আশা দেখছে না স্থানীয় প্রশাসন।

শনিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় ৩টার দিকে মিনাস গেরিয়াস প্রদেশের ব্রুমাদিনহো শহরের পাশ্ববর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধারকারী দলের সদস্যরা কাদামাটি সরানোর যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধারকাজ করছেন।

প্রদেশের গভর্নর রোমেউ জেমা জানিয়েছেন, ব্রাজিলের বৃহত্তম মাইনিং কোম্পানি ভ্যালে’র মালিকানাধীন এ খনি দুর্ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তবে এখন পর্যন্ত নয়জনের নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিশাল কাদামাটির স্তূপের কারণেই খনিটি ধসে যায়। এ সময় বাঁধটির পাশ্ববর্তী রেঁস্তোরায় শতাধিক শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিলেন।

একই শহরের মারিয়ানায় খনি দূর্ঘটনায় ১৯ জন নিহত হওয়ার তিন বছর পর পুনরায় এ দুর্ঘটনা ঘটল।

Scroll to Top